আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর: গুজরাটে ভয়াবহ পথদুর্ঘটনা, বাস উল্টে ২১জনের মৃত্যু হয়েছে। গুজরাটের বনসকণ্ঠ জেলরা আম্বাজি শহরের ত্রিশুলাঘাট (Trishuliya Ghat) এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। এই দুর্ঘনায় ১২জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের কর্তারা ও পুলিশ মহল ঘটনাস্থলেই রয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরানোর ব্যবস্থা করা হয়েছে। তবে কীভাবে যাত্রীবোঝাই বাসটি এভাবে মাঝরাস্তায় উল্টে গেল তা এখনও স্পষ্ট নয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বনসকণ্ঠের ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েছি। এই পথদুর্ঘটনায় এতগুলো মানুষের এমন যন্ত্রণাদীর্ণ মৃত্যুর খবরে আমি মর্মাহত হয়েছি। মৃতদের পরিবারের অভাবনীয় ক্ষতি তো পূরণ হওয়ার নয়, তবুও শোক সন্তপ্ত পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই। আহতদের সুস্থ করার জন্য় স্থানীয় প্রশাসন যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছে। আশাকরি তাঁরা খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন। আরও পড়ুন-গুজরাট দাঙ্গায় গণ ধর্ষিতা বিলকিস বানোকে কেন এখন আর্থিক সাহায্য ও চাকরি দেওয়া হয়নি, গুজরাট সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের
Gujarat: 3 people have died and 30 were injured after a bus overturned near Trishuliya Ghat, Ambaji pic.twitter.com/RdSrnuVlJ9
— ANI (@ANI) September 30, 2019
Devastating news from Banaskantha. I am extremely pained by the loss of lives due to an accident. In this hour of grief, my thoughts are with the bereaved families.
The local administration is providing all possible help to the injured. May they recover soon.
— Narendra Modi (@narendramodi) September 30, 2019
এদিকে সোমবার সকালে আরও এক পথদুর্ঘটনায় গুজরাটে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহমেদাবাদ ও বদোদরার সংযোগ স্থলে একটি চারচাকাকে সামনা সামনি ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। তার জেরেই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতরা প্রত্যেকেই ওই চারচাকাতে ছিলেন। তাঁরা একই পরিবারের সদস্য। ঘটনার পর থেকেই বেপাত্তা ট্রাকের চালক। পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনার তদন্তে শুরু হয়েছে।