Maoist, Representational Image (Photo Credit: ANI)

ছত্তিশগড়ে (Chhattisgarh) অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান। শুক্রবার সকাল থেকেই কাঙ্কের জেলার জঙ্গল লাগোয়া এলাকায় অব্যাহত যৌথ বাহিনীর অভিযান। সূত্রে্র খবর, ইতিমধ্যেই মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয়েছে। আর তাতেই খতম হয়েছে এক নকশাল নেত্রীর। যদিও তাঁর নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। যৌথ বাহিনী বেচাঘাট এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে তাঁর অস্ত্র ও একাধিক সরঞ্জাম। এখনও জঙ্গল এলাকায় অব্যাহত এনকাউন্টার অভিযান।

উদ্ধার আগ্নেয়াস্ত্র

পুলিশসূত্রে খবর, ডিআরজি ও বিএসএফ জওয়ানদের এই যৌথ অভিযানের জেরে ওই জঙ্গল থেকে পিছু হটছে মাওবাদীরা। ওই নকশাল নেত্রী খতম হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন মাওবাদীর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলছে কাঙ্কের জেলার পুলিশ সুপার ইন্দ্র কল্যান এলেসলা। তিনি জানিয়েছেন, নিহত মাও নেত্রীর থেকে দুট রাইফেল, একটি বন্দুক, একটি ওয়ারলেস সেট এবং একাধিক বন্দুকের সরঞ্জাম ও বেশ কয়েকটি নথিপত্র উদ্ধার হয়েছে।

ছত্তিশগড়ে অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান

প্রসঙ্গত, গত বুধবার বাস্তারের জঙ্গলে ছত্তিশগড়-অন্ধ্রপ্রদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে ৩ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছিল। অন্ধ্র পুলিশ দেহগুলি উদ্ধার করে ছত্তিশগড় পুলিশের হাতে তা তুলে দেয়। বিগত কয়েকমাসে ছত্তিশগড়ের একাধিক মাওবাদী অধ্যুষিত এলাকাগুলি উদ্ধার করা হয়েছে। খতম হয়েছে কয়েকশো মাওবাদী নেতা কর্মী।