Representational Image (Photo Credit: X)

এবার ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারিত হলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক সন্ন্যাসী। গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সুপ্রদীপ্তানন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট করা হল কমপক্ষে ২ কোটি ৭০ লক্ষ টাকা। নিরুপায় হয়ে পুলিশের দারস্থ হন তিনি। তদন্তসূত্রে জানা যায় এই ঘটনায় স্থানীয় একটি ব্যাঙ্কের কর্মীরাই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। অর্থা্ৎ যাদের কাছে লোকজনেরা ভরসা করে টাকা জমা দেয়, তাঁরাই আসলে প্রতারক। ইতিমধ্যেই এক মহিলা সহ মোট ৬ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ৯ লক্ষ ৯০ হাজার টাকা। যদিও এই চক্রের মূল মাথা এখনও পলাতক। তিনি ওই ব্যাঙ্কের কর্মচারী। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

সন্ন্যাসীকে প্রতারিত করে কোটি টাকা লুট ব্যঙ্ককর্মীরা

জানা যাচ্ছে, উজ্জয়ীনের নাগদায় বন্ধন ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে, সেখানেই অ্যাকাউন্ট ছিল স্বামী সুপ্রদীপ্তানন্দের। অভিযুক্ত কর্মীরা তাঁর অ্যাকাউন্টের বিপুল অর্থ দেখে প্রতারণার পরিকল্পনা করেন। এরপরেই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তাঁকে ২৬ দিন ধরে আটকে রাখে। তারপরই ২ কোটি ৭০ লক্ষ টাকা লুট করে তাঁরা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় স্থানীয় বন্ধন ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত। তারপরেই কর্মীদের জেরা করা শুরু হয়। অবশেষে শনিবার রাতে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

পলাতক এক অভিযুক্ত

যার মধ্যে ওই ব্রাঞ্চের প্রাক্তন আধিকারিক কাজল জয়সওয়ালকে গ্রেফতার করা হয়েছে। কাজল এই চক্রের অন্যতম মাথা ছিল বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় আরও মূল চক্রী উদয় কুমার এখনও পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে প্রতারিত মঠের সন্ন্যাসীর ব্যাঙ্ক অ্যাকউন্টের ওপর দীর্ঘদিন ধরেই নজর ছিল প্রতারকদের। সেই কারণেই এত টাকা লুট করতে রপেরেছে তাঁরা।