Monsoon 2023 Hits India: কেরলে বর্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই, জানাল IMD

কেরলের মাটি থেকে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী প্রভাবে বর্ষার আগমন ঘটছে বৃহস্পতিবার থেকেই। এর ফলে এই দিন থেকে কেরলের প্রায় সব জায়গাতেই বৃষ্টি শুরু হবে।

দেশ Soumya Mukherjee|Soumya Mukherjee|
Monsoon 2023 Hits India: কেরলে বর্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই, জানাল IMD
প্রতীকী ছবি ( (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: বুধবার ভারতীয় আবহাওয়া দফতর (Indian Meteorological Department) থেকে জানানো হয়েছিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা (Monsoon in Kerala) ঢুকে পড়ার মতো সবরকমের সম্ভাবনা তৈরি হয়েছে। এরপরই সন্ধ্যায় তিরুবন্তপুরমের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়। এরপরই আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয় স্বাভাবিকের থেকে এক সপ্তাহ বাদে কেরলে বর্ষা (Monsoon In Kerala)  শুরু হতে চলছে বৃহস্পতিবার থেকেই।

তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেরলের মাটি থেকে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী (Southwest Monsoon) প্রভাবে বর্ষার আগমs://api.whatsapp.com//send?text=Monsoon+2023+Hits+India%3A+%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87+%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE+%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81+%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87+%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%87%2C+%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2+IMD https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Fimd-announced-southwest-monsoon-onset-over-kerala-normal-rainfall-expected-during-the-season-214682.html',900, 600)">

দেশ Soumya Mukherjee|Soumya Mukherjee|
Monsoon 2023 Hits India: কেরলে বর্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই, জানাল IMD
প্রতীকী ছবি ( (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: বুধবার ভারতীয় আবহাওয়া দফতর (Indian Meteorological Department) থেকে জানানো হয়েছিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা (Monsoon in Kerala) ঢুকে পড়ার মতো সবরকমের সম্ভাবনা তৈরি হয়েছে। এরপরই সন্ধ্যায় তিরুবন্তপুরমের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়। এরপরই আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয় স্বাভাবিকের থেকে এক সপ্তাহ বাদে কেরলে বর্ষা (Monsoon In Kerala)  শুরু হতে চলছে বৃহস্পতিবার থেকেই।

তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেরলের মাটি থেকে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী (Southwest Monsoon) প্রভাবে বর্ষার আগমন ঘটছে বৃহস্পতিবার থেকেই। এর ফলে এই দিন থেকে কেরলের প্রায় সব জায়গাতেই বৃষ্টি শুরু হবে।

এর আগে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন,  ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparioy) প্রভাবে বর্ষার আগমনকে বিলম্বিত করছে। তাই কেরলে বর্ষার আগমন ঘটলেও বৃষ্টিপাতের পরিমাণ হবে মাঝারি।

এই বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটই জুন অর্থাৎ আজ থেকে কেরলে বিভিন্ন জায়গায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্ষা আজকে থেকে আগাম প্রথমে শুরু হবে দক্ষিণ আরব সাগর (South Arabian Sea) ও মধ্য আরব সাগরের বেশ কিছু অংশ (Some parts of central Arabian Sea), সম্পূর্ণ লাক্ষাদ্বীপ এলাকা (Entire Lakshadweep area), কেরলের বেশিরভাগ অংশ (most parts of Kerala), দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ এলাকা (most parts of south Tamil Nadu), কোমোরিন এলাকার কিছু অংশ, মান্নারের উপকূল এলাকা এবং বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব অঞ্চলে। আশা করা হচ্ছে এবার স্বাভাবিক বৃষ্টিই হবে। আরও পড়ুন: Lucknow Court Shootout: লখনউ এর কেজিএমইউ হাসপাতালে মুখ্যমন্ত্রী যোগী, দেখা করলেন আদালতে গুলিবিদ্ধ আহত শিশুকে (দেখুন ভিডিও)

Comments
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change