ভারতের বিভিন্ন রাজ্যে আজ থেকে আগামী কয়েকদিন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, অসম, মেঘালয়, তেলেঙ্গানা, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, কেরলসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। উত্তর-পশ্চিম ভারত, মধ্যপ্রদেশ, গুজরাট ও গোয়ার বিভিন্ন জায়গায় আগামী ২ থেকে ৩ দিন ধরে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের মতে, ২৭ জুনের মধ্যে দিল্লিতে বর্ষা প্রবেশ করতে পারে। বর্তমানে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। বৃষ্টির কারণে শহরবাসীরা গরম ও আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। মঙ্গলবার দিল্লিতে বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস সহ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।আবহাওয়া দফতর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা সহ আকাশ সাধারণত মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে।
A yellow alert is in place as Delhi has exceeded its June rainfall average with 89 mm recorded. Last year saw even heavier rainfall, totaling 243.4 mm.
Read: https://t.co/3wUc9NOY2p pic.twitter.com/b5nNkOCWBC— Hindustan Times (@htTweets) June 23, 2025
আবহাওয়া দফতর সকলকে পরবর্তী কয়েকদিন সাবধানে থাকার পরামর্শ দিয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, বজ্রপাত ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে খোলা জায়গা ও বড় গাছপালা থেকে দূরে থাকার অনুরোধ করা হয়েছে।