কানপুর, ২৪ ডিসেম্বর: নয়া প্রজাতি ওমিক্রনের হাত ধরে ভারতে আসছে কোভিডের তৃতীয় ঢেউ (COVID-19 3rd Wave)। আগামী ২০২২-এর ফেব্রুয়ারি মাসে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভারতে। এমনটাই আশঙ্কা করছেন আইআইটি কানপুরের গবেষকরা। preprint health server MedRxiv-এর রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে কোভিডের যে ট্রেন্ড চলছে, তাতে এই প্রজেক্ট রিপোর্ট বলছে ডিসেম্বরের মাঝামাঝি ভারতে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। এবং ভয়াবহ আকার নিতে নিতে ২০২২-এর ফেব্রুয়ারি মাস। তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা বুঝতে গবেষকদের দলটি গাউসিয়ান মিক্সচার মডেল নামের একটি পরিসংখ্যান একক ব্যবহার করেছে। এই কাজ করতে ভারতে করোনার প্রথম দ্বিতীয় ঢেউয়ের সময়কাল এবং ওমিক্রনের গ্রাসে থাকা বিশ্বের তথ্যকে ব্যবহার করেছেন আইআইটি কানপুরের গবেষকরা। আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, বাড়ছে ওমিক্রন
এই স্টাডিতে গবেষকরা জানিয়েছেন,"সংক্রমণ ছড়ানোর প্রথম দিন থেকে ঠিক ৭৩৫দিনের মাথায় মহামারীর আকার নেয়। যেমন ২০২০-র ৩০ জানুয়ারি ভারতে প্রথম কোভিড আক্রান্তের খবর মিলেছিল। এক্ষেত্রেও ১৫ ডিসেম্বর ২০২১-এ প্রথম দেশে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। সুতরাং হিসেব অনুযায়ী ২০২২-এর ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটিকে মহা গুরুত্বপূর্ণ মনে করছেন গবেষকরা। এদিনই হয়তো ওমিক্রন আক্রান্তের সংখ্যা শীর্ষে উঠবে। "