RKS Bhadauria On Ladakh Standoff: 'LAC-তে আমরাও আক্রমণাত্মক হতে পারি', চিনকে হুঁশিয়ারি বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়ার
বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া (Photo: ANI)

যোধপুর, ২৩ জানুয়ারি: লাইন অফ কন্ট্রোলে (LAC) আগ্রাসন নিয়ে চিনকে হুঁশিয়ারি দিলেন ভারতের বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া (RKS Bhadauria)। আজ যোধপুরে তিনি বলেন, চিন লাইন অফ কন্ট্রোলে যদি আক্রমণাত্মক হতে পারে তবে আমরাও আক্রমণাত্মক হতে পারি। যোধপুরে ভারত-ফ্রান্স যুদ্ধক্রীড়া ডেজার্ট নাইট-২১ চলছে। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। রাফাল যুদ্ধবিমান ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম তা ফরাসি বায়ুসেনার রাফালের সঙ্গে ওয়ারগেমসে অংশ নিতে চলেছে।

লাদাখে কিছুতেই পিছু হটছে না চিনের পিএলএ (PLA)। ভারতীয় সেনাও তাদের একেবারে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে। আজ চিনের আগ্রাসন নিয়ে একটি প্রশ্নে বায়ুসেনা প্রধান বলেন, চিন লাইন অফ কন্ট্রোলে যদি আক্রমণাত্মক হতে পারে তবে আমরাও আক্রমণাত্মক হতে পারি। আরও পড়ুন: Netaji Subhas Chandra Bose Jayanti 2021 Live: ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বায়ুসেনার জন্য ১১৪টি মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফট কেনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই যুদ্ধবিমান বেচার আগ্রহ দেখিয়েছে। ফ্রান্সের রাফালও রয়েছে সেই তালিকাতে। এই বিষয়ে বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া বলেন, রাফাল আমাদের প্রকল্পের গুরুতর প্রতিযোগী। আমরা DRDO-র সঙ্গে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রোগ্রাম শুরু করেছি। আমরা এতে ষষ্ঠ প্রজন্মের ক্ষমতা যুক্ত করতে চাই তবে আমরা প্রথমে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের দিকে মনোনিবেশ করতে চাই।"