পাঠানকোট, ৩ সেপ্টেম্বর: IAF Inducts 8 Apache Attack Helicopters: ভারত বিশ্বের ষষ্ঠদশ রাষ্ট্র হিসাবে বোয়িং এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টারের ব্যবহার শুরু করল। মঙ্গলবার বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ারের উপস্থিতিতে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হল বোয়িং এএইচ- ৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে বোয়িং এএইচ- ৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টারকে জলকামানের মাধ্যমে স্বাগত জানানো হয়।
#WATCH Punjab: The Apache chopper receives water cannon salute, before induction at the Pathankot Air Base. pic.twitter.com/YNT49rjr3B
— ANI (@ANI) September 3, 2019
মঙ্গলবার ‘বোয়িং ইন্ডিয়া’ র প্রেসিডেন্ট সলিল গুপ্তে আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার হাতে অ্যাপাচের দায়িত্বভার তুলে দেন। এই হেলিকপ্টারে করেই লাদেনকে মেরে এসেছিল আমেরিকা ‘অপারেশন নেপচুন স্পিয়ার’-এর পর এই অ্যাপাচের নাম শুনলেই আঁতকে ওঠে পাকিস্তান। আরও পড়ুন, নবি মুম্বইয়ে ONGC প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৪, আশঙ্কাজনক অবস্থা ৮জনের
Air Chief Marshal BS Dhanoa: It is one of the most fierce attack helicopters in the world. It is capable of performing many missions, today with the induction of Apache AH-64E, the Indian Air Force has upgraded its inventory to the latest generation of attack helicopters. https://t.co/TdoBZjOuCj pic.twitter.com/yRBR2Uafhr
— ANI (@ANI) September 3, 2019
সোমবার আইএএফ -এর তরফ থেকে টুইট করে ৪ মিনিটের একটি ভিডিও শেয়ার করা হয়। প্রথম ব্যাচের বোয়িং এএইচ- ৬৪ই গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছয় ২৭ জুলাই। বহু পরীক্ষানিরীক্ষার পরই এটি পাঠানকোটে পাঠানো হয়। বাকি ২২ টি ২০২০- র মধ্যে বায়ু সেনার হাতে পৌঁছে যাবে।
#NewInduction: Glimpses of AH-64E Apache attack helicopter's maiden flight at AFS Hindan.
The helicopter is planned to be inducted into the IAF on 03 Sep 19 at AFS Pathankot. pic.twitter.com/UYiSrEfOsg
— Indian Air Force (@IAF_MCC) September 2, 2019
এপ্রসঙ্গে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার বলেন, 'আজ বোয়িং এএইচ- ৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হল। এর মাধ্যমে আমরা পেলাম আরো আধুনিক ও শক্তিশালী হেলিকপ্টার।'