নবি মুম্বইয়ে ONGC প্ল্যান্টে বিধ্বংসী আগুন। (Photo Credits: ANI)

নবি মুম্বই, ২ সেপ্টেম্বর: Fire at ONGC Plant in Navi Mumbai: নবি মুম্বইয়ের ওনএসিজি প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, আজ, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ নবি মুম্বইয়ের উরনা অঞ্চলে এই ভয়াবহ আগুন লাগার ফলে প্রাথমিকভাবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে মৃত্যুর সংখ্য়া বেড়ে চার হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮জন। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের বিশাল বাহিনী। পরপর বিস্ফোরণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। পরিস্থিতি ভয়াবহতাকে নজরে রেখে সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন এবং ক্রাইসিস ম্যনেজমেন্ট টিম। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালায় তারা।  নবি মুম্বইয়ের উরনায় ONGC-র প্ল্যান্টে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সংবাদসংস্থা ANI-র টুইট অনুযায়ী দু ঘণ্টা পর দমকলবাহিনী আগুনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। হাজিরা প্ল্যান্টে গ্যাস ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন-চাপে রেখে কুলভূষণ যাদবকে দিয়ে মিথ্যে বলিয়ে নিচ্ছে পাকিস্তান

এদিকে, মুম্বইতে যখন ONGC-প্ল্য়ান্টে আগুন, তখন দিল্লিতে চারতলা আবাসনের ভেঙে পড়ার খবর এল। সংবাদমাধ্যমে প্রকাশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ! এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।