সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে ইন্ডিয়া মহাজোটের চেয়ারম্যান নিযুক্ত হলেন মল্লিকার্জুন খাড়গে। শনিবার ভার্চুয়াল আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র থেকে জানা গেছে ইন্ডিয়া জোটের কনভেনার হিসেবে প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। কিন্তু পরবর্তীতে তিনি সেই দায়িত্ব না নিতে চাওয়ায় কংগ্রেসের একজন সেই দায়িত্ব নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, নীতিশ কুমার, লালন সিং, সঞ্জয় ঝা, শরদ কুমার সহ আরও অন্যান্য নেতারা।
দিল্লি ও পাঞ্জাবের আসন রফা নিয়ে আরও দুটি আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। যদিও সব কিছু সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করছেন বিরোধী দলের নেতারা।
কংগ্রেস এবং আপের মধ্যে পাঞ্জাব এবং দিল্লির আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে। শাসক দল হিসেবে পাঞ্জাব ও দিল্লিতে বড় আসন দাবি করছে আপ। এছাডা় আসন ভাগাভাগির মধ্যে দিয়ে গোয়া, গুজরাট এবং হরিয়ানাতেও লড়তে চাইছে আপ।
সামনেই লোকসভা নির্বাচন। ২০২৪ নির্বাচনের আগে এনডিএকে টক্কর দিতে একযোগে সমস্ত দল একত্রিত হয়ে গঠন করেছে ইন্ডিয়া মহাজোট। এখন সামনের এই নির্বাচনে বিজেপি পরিচালিত এনডিএকে কতটা ধাক্কা দিতে পারবে ইন্ডিয়া জোট সেটি একমাত্র সময়ই বলবে।
I.N.D.I.A. bloc has approved #MallikarjunKharge as the chairperson of opposition parties during a virtual meeting on Saturday.
Read: https://t.co/wklohD0Bhc pic.twitter.com/eRChPTO3hV
— IANS (@ians_india) January 13, 2024