নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: আবগারি কেলেঙ্করিতে আজ, রবিবারই কি গ্রেফতার করা হবে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠ এই নেতা তথা তথা দিল্লি মন্ত্রিসভার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের গ্রেফতারি নিয়ে জল্পনা তুঙ্গে। খোদ কেজরিও আশঙ্কা করছেন তেমনটাই। আবগারি কেলেঙ্কারির তদন্তে সিবিআই জেরার পরই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হবে এমন জল্পনা তুঙ্গে উঠেছে। রবিবার সিবিআই দফতরে যাওয়ার আগে মণীশ সিসোদিয়া যা টুইট করলেন, সেই জল্পনা তাতে আরও বেড়ে গিয়েছে।
কেজরির ডেপুটি লিখলেন, " আজ আমি সিবিআই দফতরে যাচ্ছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করার জন্যই সেখানে যাবো। কয়েকটা মাস জেলে থাকতে ভয় পাই না। কারণ আমি ভগত সিংকে অনুসরণ করি।" রবিবার সকাল থেকে দিল্লিতে উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর অনুরাগী ও আপ সর্মথকদের ভিড় দেখা যায়। কড়া নিরপাত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। আরও পড়ুন-মহারাষ্ট্রের সুগার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আটকে ৮০ জন, দেখুন ভয়াবহ ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi Deputy CM Manish Sisodia leaves from his residence.
He is to be questioned by CBI in connection with liquor policy case. pic.twitter.com/JOBdNEJQvK
— ANI (@ANI) February 26, 2023
দেখুন টুইট
"Going to CBI again today, will cooperate fully during the investigation. I don't care if I have to stay in jail for a few months. I am a follower of Bhagat Singh," tweets Delhi Deputy CM Manish Sisodia
He has been summoned by CBI in connection with liquor policy case. pic.twitter.com/PFQNa2JTZi
— ANI (@ANI) February 26, 2023
মণীশকে আগেও তলব করা হয়েছিল। তবে বাজেট নিয়ে ব্যস্ত থাকায় সিসোদিয়া বাড়তি সময় চেয়েছিলেন সিবিআই-এর কাছে। মণীশের আবেদন মেনে নিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এরপর জেরার জন্য নতুন তারিখ ২৬ ফেব্রুয়ারি দেওয়া হয়। এক সাক্ষাতকারে কেজরিওয়াল বলেন, 'মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। আমাদের সূত্র বলছে রবিবার তাকে গ্রেফতার করা হবে। এটা খুবই দুঃখজনক।'
সূত্রের খবর আবগারি কেলেঙ্কারিতে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করার মত যথেষ্ট প্রমাণ জোগাড় করে ফেলেছে সিবিআই। আম আদমি পার্টির দাবি, দিল্লির এমসিডি নির্বাচনে মণীশ যেভাবে বিজেপিকে হারিয়ে আপ-কে জিতিয়ে আনলেন, সেই শোধ তুলতেই অমিত শাহ-রা তাঁকে জেলে পাঠাতে চলেছেন।
হাওয়ালা কেলেঙ্কারিতে ইতিমধ্যেই জেল খাটছেন অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সত্যেন্দ্র জৈন। গত বছর অক্টোবরে গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে।