Mobile, Representational Image (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ২৫ সেপ্টেম্বর: ফের অনলাইন (Online) স্ক্যামের  (Scam) খবর প্রকাশ্যে এল। এবার বড়সড় স্ক্যাম অর্থাৎ ১৫ লক্ষ টাকা গায়েব হয়ে গেল এক মহিলার অ্যাকাউন্ট থেকে। এসবিআই সিকিউরিটির নাম করে হায়দরাবাদের (Hyderabad) এক মহিলাকে ফোন করা হয়। এরপর ফোনে দেওয়া নির্দেশ অনুযায়ী পরপর ধাপ পার করেন ওই মহিলা। যে ধাপ পার করতেই সংশ্লিষ্ট মহিলার অ্যাকাউন্ট থেকে এক লপ্তে ১৫ লক্ষ টাকা গায়েব হয়ে যায় বলে খবর।

রিপোর্টে প্রকাশ,চলতি বছরের অগাস্টে হায়দরাবাদের ওই মহিলা হোয়াটস অ্যাপে একটি মেসেজ পান। যেখানে এসবিআই ব্যাঙ্কের সিকিউরিটির জন্য কিছু প্রয়োজনীয় কাজ করা হবে বলে ফ্রডরা বলতে শুরু করে। এরপর 'SBI-INT' নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় ওই মহিলাকে। পরপর ধাপ পার করলে, ওই মহিলার অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে খবর।