হায়দরাবাদের হায়াতনগর এলাকায় একটি অ্যাপার্টমেন্ট এর পার্কিং স্পেসে ঘুমন্ত তিন বছরের শিশুর ওপর দিয়ে  চলে গেল একটি গাড়ি । ঘটনার ভয়ঙ্কর ফুটেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বুধবার হায়াতনগরের টিচার্স কলোনির একটি অ্যাপার্টমেন্টে বাড়ির কাজ করতে আসা এক মহিলা তার তিন বছরের শিশুকে দুপুরের ছায়ায় ঘুমাতে দিতে চেয়েছিলেন, কিন্তু শিশুটি যে  চিরকালের জন্য  ঘুমিয়ে পড়বে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। গতকালের (২৪ মে) হায়দরাবাদের হায়াত নগরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সবার চোখে জল এনে দিয়েছে।

স্থানীয়রা জানায়, ওই একটি অ্যাপার্টমেন্টে একজন মহিলা তার তিন বছরের শিশুকে নিয়ে সেখানে কিছু কাজ করতে আসেন। শিশুটি সেখানে কিছুক্ষণ খেলা করে।তারপর দুপুরের খাবার খাওয়ানোর পর, শিশুটিকে একটি গামছার উপর শুইয়ে দিয়ে মহিলা আবার তাঁর কাজে ফিরে যান। কিছুক্ষণ পর সেই অ্যাপার্টমেন্টের একটি গাড়ি পার্কিং লটে ঢুকে সোজা গাড়ি চালিয়ে সামনে চলে আসেন। এতে গাড়ির সামনের টায়ারের তলায় পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। জানা গেছে গাড়িটি চালাচ্ছিলেন হরিরামকৃষ্ণ।তার গাড়ি পার্কিং করার সময়, তিনি মাটিতে শুয়ে থাকা শিশুটিকে দেখতে পাননি। পেশায়  হরিরামকৃষ্ণ একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং তার স্ত্রী নিষেধাজ্ঞা ও আবগারি বিভাগে সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ করেন। নিহত শিশুটির নাম লক্ষ্মী।