Representational Image (Photo Credits: Pixabay)

চেন্নাই, ২৬ মার্চ: চেন্নাইতে (Chennai) এক শিশুর (Child) মাথা ঢুকে গেল রান্নার হাড়ির মধ্যে। ১৮ মাস বয়সী ওই  শিশুর মাথা হাড়ির মধ্যে ঢুকে যেতেই পরিবারের প্রত্যেকের মাথায় হাত পড়ে। বেশ কয়েক ঘণ্টার অবিরত চেষ্টায় এরপর হাড়ির মধ্যে থেকে ওই ১৮ মাসের শিশুর মাথা বের করা হয়। চেন্নাইয়ের মঙ্গলা নগরের বাসিন্দা আনন্দ এবং কৃতিকা নামে এক দম্পতির সন্তানের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটে। যখন খেলার সময় আচমকাই কৃতিগান নামে ওই শিশুর মাথা হাড়িতে ঢুকে যায়।

ছোট্ট কৃতিগানের মাথা হাড়ির মধ্যে ঢুকে যাওয়ায়, তার বাব-মা চিন্তিত হয়ে পড়েন। এরপর বেশ কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টার পর অবশেষে হাড়ির মধ্যে থেকে বের করে আনা হয় কৃতিগান নামে  ওই ছোট্ট শিশুর মাথা।