নয়াদিল্লিঃ বাড়ির বাইরে খেলছিল তিন বছরের ছোট্ট শিশু। হঠাৎই উধাও সে। কোলের শিশুকে(Toddler) খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা। তড়িঘড়ি ছোটেন পুলিশের কাছে। দায়ের করা হয় নিখোঁজ ডায়ারি। এরপরই তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। প্রতিবেশী মহিলার ওয়াশিং মেশিনকে(Washing Machine) থেকে উদ্ধার করা হয় শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর(Tamil Nadu) তিরুনেলভেলিতে(Tirunelveli)। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার বাড়ির বাইরের রাস্তায় খেলছিল ৩ বছরের সঞ্জয়। কিছুক্ষণ পর থেকে আর তাকে খুজে পাওয়া জায়নি। অনেক ডাকাডাকি করেও ছেলের সাড়া না পেয়ে পুলিশের দ্বারস্থ হন শিশুর মা-বাবা। ঘটনাস্থলে আসে পুলিশ। শিশুর সামনের বাড়িয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় সঞ্জয়ের দেহ। প্রতিবেশী মহিলার সঙ্গে নিহত শিশুর পরিবারের দীর্ঘদিনের বিবাদ ছিল। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে প্রায়ই অশান্তি লেগে থাকত। এ ছাড়া কয়েক বছর আগে নিজের সন্তানকে হারিয়ে মানসিক অবসাদে ভুগছিল অভিযুক্ত। তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, জমিজমা সংক্রান্ত বিবাদ নাকি মানসিক অবসাদের শিকার হয়ে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না তাও তদন্তের আওতায়। ইতিমধ্যেই মৃত শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরিস্কার হবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।
Radhapuram police in Tirunelveli district have arrested a 40-year-old woman on charges of murdering her neighbour's three-year-old son, whose body was found hidden in a washing machine.
Details here 🔗 https://t.co/0lp4WqnND7#Madurai #TamilNadu pic.twitter.com/v1ByF6pA8b
— The Times Of India (@timesofindia) September 9, 2024