নয়াদিল্লিঃ তেলেঙ্গানার (Telangana) হায়দরাবাদে (Hyderabad) চাঞ্চল্য। রাস্তায় দেখা মিলল মস্ত বড় অজগরের। প্রকাণ্ড সাপের দেখা মিলতেই থমকে গেল যান চলাচল। আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করলেন পথচারীরা। কেউ আবার লাঠি, গাছের ডাল, পাথর দিয়ে সাপটিকে তাড়ানোর চেষ্টা শুরু করলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত
রাস্তায় অজগরের দেখা, আতঙ্কে গ্রামবাসীরা
।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই গ্রাম পার্শ্ববর্তী অঞ্চলে ঘোরাফেরা করতে দেখা যায় সাপটিকে। এরপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামবাসীরা। প্রশাসনের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। এর মাঝেই লোকালয়ের রাস্তায় এসে পড়ে সাপটি। এরপর গ্রামবাসীরা নিজেরাই সাপটিকে তাড়ানোর চেষ্টা শুরু করেন। পাথর, লাঠি দিয়ে আঘাত করা হলে সাপটি গর্তে পালানোর চেষ্টা শুরু করে।
স্থানীয় দের অভিযোগ, সাপের গতিবিধি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। সাপের ভয়ে গৃহবন্দি থাকতে হয়েছে গ্রামবাসীদের। শেষমেশ এই আতঙ্ক থেকে বাঁচতে নিজেরাই সাপটিকে তাড়ানোর চেষ্টা করেন বলেন দাবি স্থানীয়দের। যদিও এই ঘটনায় সাপটি আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
থমকে যান চলাচল, রাস্তাজুড়ে শুয়ে প্রকাণ্ড অজগর, ভাইরাল ভিডিয়ো
Massive Python Spotted on Pratap Singaram Road – Panic in Ghatkesar, Hyderabad Outskirts#HyderabadPeriphery #GhatkesarPython #SnakeScare #WildlifeConflict #TelanganaNews #ForestDepartmentNegligence #VillageAlert #PythonOnRoad #HumanWildlifeEncounter #TeluguBreakingNews pic.twitter.com/YurFuqucaw
— Telangana Ahead (@telanganaahead) September 22, 2025