অজয় কুমারকে ধরল পুলিশ। Representational Image. (Photo Credit: ANI)

হায়দ্রাবাদ, ২৬ অক্টোবর:  Man Booked for Not Accepting Food From Muslim Delivery Agent- ডেলিভারি বয় মুসলিম। তাই খাবার নিতে রাজি ছিলেন না নিজামের শহর হায়দ্রাবাদের বাসিন্দা অজয় কুমার (Ajay Kumar)। হায়দ্রাবাদের আলিয়াবাদে। আর এমন অভিযোগ পাওয়ার পর মাঠে নামল পুলিশ।  এক অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে চিকেনের এক বিশেষ পদের অর্ডার করেছিলেন অজয় কুমার (Ajay Kumar)। সময়মত ডেলিভারি বয় এসে অজয়ের দরজায় কড়া নাড়ে। কিন্তু অজয় যখন ডেলিভারি বয়ের নাম জানতে পেরে বেঁকে বসে।

মুদাস্সির নামের সেই ডেলিভারি বয়কে অজয় সাফ জানিয়ে দেয়, ধর্মীয় কারণে সে তার কাছ থেকে খাবার নিতে পারবে না। অজয় তারপর দাবি করে, তার খাবার ডেলিভারি যেন কোনও হিন্দু ডেলিভারি বয়ই করে থাকে। এমন অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয় ডেলিভারি বয়। অজয় এরপর কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ জানান। আরও পড়ুন-হরিয়ানায় ফের বিজেপি সরকার

রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে FIR দায়ের করা হয়। অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। সোশ্যাল মিডিয়ায় ঘটনায় এই খবর ভাইরাল হতেই চাপের মুখে পড়ে স্থানীয় পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়।