প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিবাহ বিচ্ছেদ(Divorce) চেয়েছিলেন স্ত্রী(Wife)। আর সেই রাগে স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) করল স্বামী(Husband)। এই অপরাধে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে আমেদাবাদে(Ahmedabad) মেমনগরে। জানা গিয়েছে, ওই তরুণীর বয়স মাত্র ২১ বছর। একবছর আগে ভাদোদারার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু দাম্পত্যজীবন খুব একটা সুখের ছিল না তাঁদের। তরুণীর চামড়ায় বেশকিছু সমস্যা থাকায় তা নিয়ে অশান্তি লেগেই থাকত যৌথ পরিবারে। তাই শেষমেশ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো নিজের বাড়ি মেমনগরে ফিরে আসেন তিনি। একটি দোকানে কাজও শুরু করেন। পাশাপাশি স্বামীর কাছে বিবাহ বিচ্ছেদ চান বছর ২১ এর ওই তরুণী। কিন্তু তাতে রাজি হয়নি স্বামী।

স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করে গ্রফেওতার স্বামী

তদন্তে নেমে জানা গিয়েছে,বিয়ের পর তরুণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে রেখেছিল স্বামী। আর এরপরই রাগের বশে তরুণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাঁর আপত্তিকর ছবি আপলোড করে দেয় সে। শুধু ইনস্টাগ্রামই নয় হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ভাইরাল করা হয় ওই সমস্ত ছবি। এই ঘটনা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘাটলোরিয়া থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বিবাহ বিচ্ছেদ চাওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করল স্বামী