কোচি, ৭ জানুয়ারিঃ অবাক করা কাণ্ড কেরলে (Kerala)। কোচির চোটানিকারা থানা এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি আবাসন থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি এবং হাড়। ওই আবাসনের ফ্রিজের মধ্যে থেকে ব্যাগ বন্দি অবস্থায় উদ্ধার হয়েছে মাথার খুলি এবং হাড়গোড়। এমন কাণ্ড দেখে তো হতবাক সকলে। পরিত্যক্ত আবাসনের ভাঙাচোরা ফ্রিজের মধ্যে কীভাবে ওই দেহাবশেষ এল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।
স্থানীয় সূত্রে খবর, এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল, পরিত্যক্ত ওই বাড়িটিকে অসামাজিক কাজকর্মের ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেই অভিযোগ পেয়ে সোমবার পুলিশের দল পৌঁছয় ঘটনাস্থলে। পুরনো বাড়িটির তল্লাশি শুরু করে। ভাঙাচোরা ফ্রিজটি খুলতেই সকলের চক্ষু একেবারে ছানাবড়া। ফ্রিজের ভিতরে একটি ব্যাগ থেকে মিলল মানুষের মাথার খুলি এবং কিছু হাড়।
পুলিশের অনুমান, ওই মাথার খুলিটি কয়েক বছরের পুরনো। তবে ফরেন্সিক পরীক্ষার পরেই সঠিক তথ্য পাওয়া যাবে। পুলিশ সূত্রে খবর, ওই পরিত্যক্ত বাড়িটিতে বিদ্যুতের কোনরকম সংযোগ ছিল না এবং ফ্রিজে কম্প্রেসারও ছিল না। চোট্টানিক্কারা ভগবতী মন্দির থেকে প্রায় ৪ কিমি উত্তরে ইরুভেলির কাছে প্যালেস স্কোয়ারে অবস্থিত বাড়িটি বহু বছর ধরে অব্যবহৃত এবং তালাবদ্ধ হয়ে পড়ে ছিল। ১৪ একর জমি জুড়ে অবস্থিত বাড়িটি একজন এর্নাকুলামের বাসিন্দার। প্রায় ১৫-২০ বছর ধরে সেখানে কেউ বসবাস করে না। পরিত্যক্ত হয়ে পড়েছিল বাড়িটি। এমন একটা জায়গা থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হওয়া খটকা দিচ্ছে পুলিশকে। বাড়ির তল্লাশি শেষ করে বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।