পাকিস্তান থেকে আসছে আতঙ্কের খবর। সে দেশে বিস্ফোরণের ঘটনা গা সওয়া হয়ে গিয়েছে। কিন্তু এবার যেখান থেকে ভয়াবহ বিস্ফোরণের খবর এল তা শুনে সবাই চমকে যাচ্ছেন। পাকিস্তানের ডিজি খান এলাকায় পারমাণবিক কমিশনের অফিসের সামনে থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেল। এমন খবরই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও স্পর্শকাতর এই বিস্ফোরণের ঘটনা নিয়ে পুরো চুপ পাকিস্তানের প্রশাসন। বিস্ফোরণটি এতই জোরালো ছিল যে ৫০ কিলোমিটার দূর থেকেও আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণটি কী কারণে হল তা নিয়ে প্রাথমিকভাবে নানা রকম খবর আসছে।
একটা সূত্রে বলা হচ্ছে, পারমাণবিক কেন্দ্রের সামনে জঙ্গি হামলা হয়েছে। অন্য একটি সূত্রের দাবি, ড্রোন অ্যাটাক হয়েছে পাকিস্তানের পারমাণবিকর গবেষণা কেন্দ্রে। পুরো এলাকার ইন্টারনেট সংযোগ নিষিদ্ধ করেছে প্রশাসন।
দেখুন খবরটি
Huge explosion near atomic commission office in #Pakistan: Reports https://t.co/YWI7RX5kG7
— IndiaToday (@IndiaToday) October 6, 2023
কয়েকটি টুইটার (এক্স) হ্য়ান্ডেলে দাবি করা হচ্ছে, পাকিস্তানের শাহিন মিসাইল পরীক্ষা ব্যর্থ হওয়ার পর সেটি পারমাণবিক কমিশনের অফিসের সামনে এসে পড়লে ভয়াবহ বিস্ফোরণ হয়।