
ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অপারেশনের পর এবার বাকি অন্ধ্র্প্রদেশ, ঝাড়থণ্ড, মহারাষ্ট্রের মতো রাজ্যেও চলছে অভিযান। এই সমস্ত রাজ্যের জঙ্গল লাগোয়া একাধিক এলাকা এখনও মাওবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই কারণে রাজ্য ও কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে এই মাওবাদীদের নিকেশ করার কাজ শুরু করেছে। শুক্রবার এই অভিযানে নেমে সিআরপিএফ জওয়ান ঝাড়খণ্ডের গিরিডি (Giridih) থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের অত্যাধুনিক অস্ত্র ও নকশালদের নথিপত্র। যদিও ঘটনাস্থল থেকে পলাতক মাওবাদীরা।
ঝাড়থণ্ড থেকে উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র
জানা যাচ্ছে, চাত্রো কানাধিহর প্রশান্ত ফুটহিলসে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে অসংখ্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। অভিযানে নামে ১৫৪ ব্যাটেলিয়ানের জওয়ান ও ঝাড়খণ্ড পুলিশের অফিসাররা। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে জওয়ানরা। তবে মাওবাদীরা বিপদ বুঝে পালিয়ে যায়। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। এর আগেও ঝাড়খণ্ড থেকে আটক হয়েছে একাধিক মাওবাদী।
মাওবাদী নিকেশ অভিযান
প্রসঙ্গত, গত কয়েকবছর দেশজুড়ে একাধিক জায়গায় মাওবাদী নিকেশ অভিযান। নিকেশ হয়েছে অসংখ্য মাওবাদী। অনেকে আবার আত্মসমর্পণও করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন আগামী বছরের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত দেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।