নতুন দিল্লি, ১৯ নভেম্বর: ৪৫ হাজার ৫৭৬ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে দেশে কোভিডের পরিসংখ্যান ছাড়ালো ৮৯.৫৮ লাখ। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৮৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩১ হাজার ৫৭৮ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৪ লাখ ৪৩ হাজার ৩০৩টি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০২টি অ্যাকটিভ কেস কমেছে। করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৩ লাখ ৮৩ হাজার ৬০৩ জন। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন ৪ হাজার ৪৯৩ জন। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে টাটা গ্রুপ অ্যাপোলো গ্রুপ অফ হাসপাতালের সঙ্গে যৌথভাবে রাজধানীতে ফেলুদা টেস্টিং কিট লঞ্চ করতে চলেছে। আরও পড়ুন-Samoa Reports First COVID-19 Case: প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল
With 45,576 new #COVID19 infections, India's total cases rise to 89,58,484. With 585 new deaths, toll mounts to 1,31,578.
Total active cases at 4,43,303 after a decrease of 3,502 in the last 24 hrs.
Total discharged cases at 83,83,603 with 48,493 new discharges in last 24 hrs. pic.twitter.com/ckHyoX8ZWN
— ANI (@ANI) November 19, 2020
অন্যদিকে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে রাজধানী। হু হু করে বাড়চে সংক্রমণ। এই পরিস্থিতিতে দিল্লিতে কোনও বিবাহ অনুষ্ঠানে ২০০ জনের বদলে ৫০ জনের উপস্থিতির অনুমোদন দিয়েছে কেজরিওয়াল সরকার। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪.৯৫ লাখ। করোনা প্রতিষেধক সংক্রান্ত সর্বশেষ আপডেট বলছে, ফাইজার ও বায়োটেকের তৈরি টীকা ৬৫ বছরেরও বেশি বয়সিদের ক্ষেত্রে ৯৫ শতাংশ সফল।