অপিয়া, ১৯ নভেম্বর: প্রশান্ত মহাসাগরের একটি ছোট্টো দ্বীপ সামোয়া (Samoa)। বর্ষপূর্তির পর এবার সেই দ্বীপে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল। সামোয়াতে ২ লাখ মানুষের বসবাস। সেখানকার প্রধানমন্ত্রী টুইলেপা সাইলেলে মালিলেগাওয়ি দ্বীপে প্রথম করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তি একজন অভিবাসী। গত সপ্তাহে তিনি সামোয়াতে পৌঁছেছেন। তাঁর কোভিড টেস্টের ফলাফল পজিটিভ। এই খবর জানানোর পাশাপাশি দ্বীপের বাসিন্দাদের শান্ত থাকতে বলে সমস্ত সেফটি প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, “এখন আমাদের এখানে একজন করোনা আক্রান্ত রয়েছেন। এই তথ্যের সঙ্গে সঙ্গেই বিশ্বের করোনা বিধ্বস্ত দেশগুলির তালিকায় প্রবেশ করল আমাদের দ্বীপ সামোয়া।” আরও পড়ুন-Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ কোটি ৬১ লাখের গণ্ডী, সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত ইউরোপ
প্রধানমন্ত্রী বলেন, “ওই ব্যক্তি একজন নাবিক। তিনি অকল্যান্ড হয়ে সামোয়াতে পৌঁছেছেন। সম্প্রতি দ্বীপের কয়েকটি সীমান্ত খুলে দেওয়া হয়েছে।” গত দু’মাসে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে ভানুয়াতা, সলোমন, মার্শাল দ্বীপেও পড়েছে করোনার থাবা। তবে সংক্রমণের খবর মিললেও গোষ্ঠী সংক্রমণের কোনও খবর কোনও দ্বীপ থেকেই মেলেনি। তবে এখনও করোনার ভয়াবহতার ছাপ পড়েনি কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, তোঙ্গা ও তাভুলু দ্বীপে।