কলকাতাঃ পশ্চিমবঙ্গের অন্যতম লোকসভা কেন্দ্র হল হাওড়া। এই কেন্দ্রের বর্তমান সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। যার মধ্যে রয়েছে হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর,সাঁকরাইল,পাঁচলা এবং বালি। এই কেন্দ্র থেকে এ বার তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন ডঃ রথিন চক্রবর্তী। আর সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন সব্যসাচী চট্যোপাধায়। এই কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে ২০ শে মে।
২০০৯ সাল থেকে এই কেন্দ্রটির দখল তৃণমূল কংগ্রেসের হাতে। ২০০৯ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর এই আসনে উপ নির্বাচন হয়। সেই নির্বাচনে প্রথম জিতেছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৪ লোকসভা নির্বাচনেও ঘাসফুলের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ৪ লক্ষ ৮৮ হাজার ৪৬১ ভোটে জিতেছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। তিনি পেয়েছিলেন ২ লক্ষ ৯১ হাজার ৫০৫ ভোট। ফের ২০১৪ লোকসভা নির্বাচনেও রাজ্যের শাসক দলের হয়ে জিতেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সে বার তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৭৬ হাজার ৭১১ ভোট। আর দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি পেয়েছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ১৬ ভোট। ১ লক্ষ ৩ হাজার ৬৯৫ ভোটে জেতেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২০১৪ লোকসভা নির্বাচনেও ফের তাঁর উপরই ভরসা রেখেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। এ বার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে তৃণমূলের অন্দরে চিড় ধরে। প্রসূনকে প্রার্থী করার বিরোধিতে করেন মমতা বন্দ্যোপাধ্যাইয়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কথায় কর্ণপাত করেননি তৃণমূল সুপ্রিমো। প্রসূনেই ভরসা রেখেছেন মমতা। এ বার এই আসন তৃণমূল ধরে রাখতে পারে কি না তাই-ই এখন দেখার।