Vande Bharat Express Sleeper (Photo Credits: X)

বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে (Vande Bharat Express Sleeper) চড়ার জন্যে দিন গুনছিলেন অনেকেই। বন্দে ভারতে স্লিপার কামরার সুবিধা কবে চালু হবে সেই নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছিল। তবে যাত্রীদের অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। রবিবার ১ সেপ্টেম্বর বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেনের প্রোটোটাইপ উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

রবিবার বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেডের কারখানায় বন্দে ভারতের স্লিপার ক্লাসের কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী। এদিন তিনি জানালেন, এখনও দশ দিন সব রকম পরীক্ষা নিরীক্ষা হবে। তারপর ট্রেন রেল ট্র্যাকে নামিয়ে চালিয়ে দেখা হবে। তারপর তা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্যে উপযোগী হবে। সব মিলিয়ে মোটামুটি তিন-চার মাস পর যাত্রীরা বন্দে ভারত স্লিপার কামরার (Vande Bharat Express Sleeper) পরিষেবা পাবে।

স্লিপার কামরাযুক্ত বন্দে ভারতের একটি নমুনা তৈরি করা হয়েছে। যার ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন অন্দরমহলের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি সিট। দরজায় থাকবে সেন্সর। এসি ফার্স্ট ক্লাসে মিলবে গরম জলে স্নানের ব্যবস্থা। প্রতিটি সিটের সঙ্গে মিলবে আলাদা করে চার্জিং পয়েন্ট এবং ইন্টিগ্রেটেড রিডিং লাইট। লাগেজের জন্যে থাকবে আলাদা রুমের ব্যবস্থা। মডুলার প্যান্ট্রি, বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যে থাকবে আলাদা শৌচালয়।

বন্দে ভারত স্লিপারের অন্দরের সাজসজ্জা দেখুন... 

স্লিপার ক্লাস বন্দে ভারতে (Vande Bharat Express Sleeper) থাকবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ১৬টি কামরা। যাতে মোট ৮২৩টি বার্থ মিলবে। রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কামরার বন্দে ভারত এক রাতে ৮০০-১২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। তবে এমন উন্নতমানের এক্সপ্রেস ট্রেনের ভাড়া কেমন কী হতে চলেছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে অশ্বিনী জানান, এই ট্রেন মধ্যবিত্তদের জন্যে তৈরি। ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের মতই হবে।