বর্তমানে ব্যাঙ্ক থেকে শুরু করে সকল কাজে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক হয়ে গেছে। এবার ভোটার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্ক করতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। এই নিয়মটি২০২২ সালের সেপ্টম্বর মাস থেকে কার্যকরি হয়।
কীভাবে করবেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক? দেখে নিন সেই পদ্ধতি...
ধাপ-১ আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে 'ভোটার হ্লেপ লাইন'(Voter helpline App) অ্যাপ ডাইনলোড করুন।
ধাপ-২ অ্যাপ খুলুন,'আমি সহমত মনে করি'(I Agree) বিকল্পটি বেছে নিন এবং নেক্সট বোতাম ক্লিক করুন।
ধাপ-৩' 'ভোটার রেজিস্টার ' বিকল্পটি বেছে নিন।
ধাপ- ৪ ইলেক্টোরাল অথেনটিকেশন( Electoral Authentication) (ফর্ম-6B) এ ক্লিক করুন।
ধাপ-৫ 'লেটস স্টার্ট'(Let's Start) বিকল্পটি ক্লিক করুন।
ধাপ- ৬ নিজের আধার কার্ড সাথে যুক্ত ফোন নম্বর লিখুন এবং সেন্ড ওটিপি বিকল্প টিপুন।
ধাপ- ৭ ইয়েস আই হ্যাব ভোটার আই ডি(Yes I have voter ID) বিকল্পটি বেছে নিন তারপর নেক্সট বিকল্পটি টিপুন।
ধাপ-৮ নিজের ভোটার আই ডি নম্বর(EPIC Number) লিখুন এবং আপনার রাজ্যের নির্বাচন করুন। তারপর নেক্সট বিকল্পটি বেছে নিন।
ধাপ- ৯ এই পদ্ধতিটি সম্পূর্ণ হওয়ার পর্বে ফর্ম ( 6B ) ভালো দেখে নিন তারপর তা কনফ র্ম করুন এবং সাবমিট করুন