নয়াদিল্লিঃ বিগত কিছুদিন ধরে জোর চর্চায় বাংলাদেশ(Bangladesh)। এ বার পড়শি দেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা(Tripura)। এবার থেকে ত্রিপুরার কোনও হোটেল(Hotel) পরিষেবা পাবে না বাংলাদেশিরা, সাফ জানিয়ে দিল ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন। সোমবারই এই বিষয়ে বৈঠকে বসে ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন। আর এই বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, " বাংলাদেশের নাগরিকেরা এদেশে এলে আমরা তাঁদের যথেষ্ট সম্মান দিয়ে থাকি। তাঁদের পরিষেবাতেও কোনও ত্রুটি রাখা হয় না। অথচ সম্প্রতিকালে বাংলাদেশের এক শ্রেণির মানুষ ভারতীয় পতাকাকে অসম্মান করার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা সিদ্ধান্তে এসেছি ত্রিপুরার কোনও হোটেলে আর পরিষেবা পাবেন না বাংলাদেশিরা। প্রসঙ্গত, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারতে আসা যাওয়া লেগেই থাকে বাংলাদেশিদের। আর ভারতে আসলে একবার ত্রিপুরাতেও ঢুঁ মারেন অনেকেই। আর এ বার ত্রিপুরায় গিয়ে থাকার অধিকার খোয়লেন বাংলাদেশিরা।
বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত, ত্রিপুরার হোটেলে জায়গা নেই বাংলাদেশিদের
No Rooms, Meals For Bangladeshi Tourists In Tripura: Hotel Association https://t.co/LUgbrC9UrX pic.twitter.com/aZMUze4QIn
— NDTV (@ndtv) December 2, 2024