Child carrying brother's body (photo credit- Ahmed Khabeer, Twitter)

বাঘপত, ২৯ অগাস্ট: যোগীর রাজ্যে (Uttar Pradesh ) অসহায়ের জন্য নেই অ্যাম্বুল্যান্স। ১০ বছরের এক বাচ্চা তার দু’বছরের ভাইয়ের মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে, ভাইরাল হল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে সাগর কুমার তার বাবার সঙ্গে হাসপাতালের ময়না তদন্ত বিভাগ থেকে তার ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছে।আরও পড়ুন-Twin Towers Project: নয়ডায় যমজ অট্টালিকা নির্মাণের অনুমোদন দেওয়ায় সমাজবাদী পার্টিকেই দুষলেন বিজেপি সভাপতি

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম কলা কুমার। শুক্রবারদিন তার  সৎ মা তাকে বাঘপত ব্যাঙ্কের কাছে একটি চলন্ত গাড়ির সামনে ছুঁড়ে ফেলে। এর ফলে কলা কুমার গুরুতর আঘাত পায়। সৎ মায়ের নাম সীতা। নারকীয় ঘটনাটি ঘটে সাহারানপুর জাতীয় সড়কের উপরে।  শিশুটি খুব কাঁদছিল বলে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায় সীতা।

দেখুন ভিডিও

বাঘপাতের এক পুলিশ অফিসার জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা থানায় জানান এবং ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা অনুযায়ী ওই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং ওই শিশুটির দেহ ময়না তদন্তে পাঠানো হয়।

তারপর শিশুটির দেহটিকে তার বাবা প্রবীণ কুমারের হাতে তুলে দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি শামলি  জেলার বাসিন্দা।পেশায় দিনমজুর। প্রবীণ তাঁর আত্মীয় রামপাল ও তার দশ বছরের ছেলের সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে ছোট ছেলের মরদেহ নিতে আসেন।রামপাল জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রবীণ গাড়ির ব্যবস্থার আবেদন করলেও তারা কথা কানেই তোলেনি।