লখনউ, ২৯ অগাস্ট: নয়ডার যমজ অট্টালিকা ধ্বংস হওয়ার কয়েক ঘন্টা পরেই বিজেপি সমাজবাদী পার্টির দিকে অভিযোগের আঙুল তুলল। তারা কেন এই আবাসন বানাতে অনুমতি দিয়েছিল? আরও পড়ুন-Jay Shah Refused to Hold Indian National Flag: ভারতের জয়ে জাতীয় পতাকা হাতে নিলেন না জয় শাহ? ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
উত্তরপ্রদেশের নতুন বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এই দুর্নীতির অট্টালিকা তৈরির অনুমতি দেওয়ার জন্য সমাজবাদী দলকেই দোষারোপ করলের।রবিবার রাতে তিনি বলেছেন, “ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও সমস্ত নেতাদের জিজ্ঞেস করা উচিত তারা কী করে এমন একটি বেআইনি নির্মাণ হতে দিলেন? আরও অন্যান্য বেআইনি নির্মাণও হয়তো তাঁদের আমলেই হয়েছিল।
তিনি আরও বলেন যে, এই ঘটনা একটি শিক্ষা। যতো বেআইনি নির্মাণ হবে শহরে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।উত্তরপ্রদেশের যোগী সরকার রাজ্যের সমস্ত বেআইনি নির্মাণগুলির বিরুদ্ধে এমনই কঠোর ব্যবস্থা নেবেন।বিজেপি সরকারের শাষনকালে কোনওরকম বেআইনি নির্মাণকেই সমর্থন করবে না। যোগী সরকারের শাসনে কোনও বেআইনি নির্মাণই আস্ত থাকবে না, কারণ বুলডোজার চলছে।
তিনি এও বলেছেন, তখনকার এসপি দল ব্যাবস্থা নেয়নি। কারণ সমাজবাদী পার্টি সবসময়ই মাফিয়াদের রক্ষা করত। উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বিজেপির কর্ম শুরু হয়ে গেছে, দুর্নীতির নির্মাণ গুঁড়িয়ে গেল মাত্র ৯ সেকেন্ডে।কেশব মৌর্য ও টুইট করে বলেছেন গত সরকারের দুর্নীতি ও অরাজনৈতিক কাজের বিরুদ্ধে বিজেপির এই পদক্ষেপ প্রমাণ রেখে গেল।