নতুন দিল্লি, ৯ অগাস্ট: করোনা জয় করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। আজ তাঁর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি (BJP MP Manoj Tiwari)। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন যে এখনও পর্যন্ত অমিত শাহের টেস্ট করা হয়নি। ২ অগাস্ট কোভিড -১৯ পজিটিভ রিপোর্ট আসে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর তিনি মেদন্ত হাসপাতালে ভর্তি হন। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি।
অমিত শাহ লেখেন, "করোনার প্রাথমিক উপসর্গ দেখেই আমি টেস্ট করেয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ভালো আছে, তবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। গত কয়েকদিনে আমার সঙ্গে যারা কাজ করেছেন তাঁরা দয়া করে আইসোলেশনে থাকুন ও টেস্ট করান।" আরও পড়ুন: Arjun Ram Meghwal Tests Positive For Coronavirus: করোনাভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ভর্তি এইমস-এ
#COVID19 test of Home Minister Amit Shah has not been conducted so far: Ministry of Home Affairs (MHA) Official https://t.co/8UaeUtNgBp
— ANI (@ANI) August 9, 2020
গতকালই করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীকে দিল্লির এইমস-এ (AIIMS) ভর্তি করা হয়েছে। তাঁর দুবার করোনা টেস্ট হয়। দ্বিতীয় টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর স্বাস্থ্য ঠিক আছে বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার চারজন সদস্য কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর গতকাল দুপুরে জানা যায়, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরিও করোনায় আক্রান্ত।