কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৯ অগাস্ট: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীকে দিল্লির এইমস-এ (AIIMS) ভর্তি করা হয়েছে। তাঁর দুবার করোনা টেস্ট হয়। দ্বিতীয় টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর স্বাস্থ্য ঠিক আছে বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার চারজন সদস্য কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর আজ দুপুরে জানা যায়, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরিও করোনায় আক্রান্ত। অমিত শাহের চিকিত্সা চলছে হরিয়ানার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে। ধর্মেন্দ্র প্রধান ভর্তি আছেন দিল্লির এক বেসরকারি হাসপাতালে।

মেঘওয়াল টুইটারে জানিয়েছেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় তাঁর পরীক্ষা করা হয়৷ যদিও প্রথমবার পরীক্ষার ফল নেগেটিভ আসে৷ কিন্তু শনিবার তাঁর দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ শারীরিক কোনও সমস্যা না থাকলেও চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী৷ গত কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরকে শরীরের খেয়াল রাখতে অনুরোধ করেছেন মন্ত্রী৷ আরও পড়ুন: Kozhikode Plane Crash: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভাবিজি পাঁপড় নামে বিশেষ এক ধরনের পাপড় খেলে করোনাভাইরাস সেরে যায়, এমন বিস্ময়কর দাবি করে। তিনি বলেছিলেন, ওই পাঁপড় খেলে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে যা প্রাণঘাতী ভাইরাসকে ঠেকিয়ে দিতে পারে। তাঁকে ওই পাঁপড়ের গুণ, ক্ষমতা প্রচার করে একটি ভিডিয়ো রেকর্ডিং করেন তিনি। তাঁর হাতে ধরা ছিল ওই ব্র্যান্ডের পাঁপড়। তিনি বলেছিলেন, আত্মনির্ভর ভারত কর্মসূচি মেনেই এই ভাবিজি পাঁপড় এসেছে, যার মধ্যে এমন ক্ষমতা আছে যা করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম অ্যান্টিবডি তৈরি করতে পারে।