Holiday in April 2024: এপ্রিল মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা...

২০২৪ সালের মার্চ মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, তারপর শুরু হবে এই বছরের এপ্রিল মাস। প্রতি মাসের মতো এই মাসেও ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই তালিকা অনুযায়ী এপ্রিল মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ১৪ দিন, তাই কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগেই দেখে নিন এপ্রিল মাসে ছুটির তালিকা। এপ্রিল মাসে ব্যাঙ্কে কাজ হবে মাত্র ১৬ দিন। শনি-রবিবারসহ বিভিন্ন উৎসব ও জন্মবার্ষিকী উপলক্ষে এই মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে কিছু ছুটি রাজ্য অনুযায়ী বৈধ থাকবে।

  • ১ এপ্রিল ২০২৪- আর্থিক বছরের শেষ দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৫ এপ্রিল ২০২৪- বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুমাত-উল-বিদার কারণে ছুটি থাকবে ব্যাঙ্ক তবে এই ছুটি শ্রীনগর, জম্মু এবং তেলেঙ্গানায় থাকবে।
  • ৭ এপ্রিল ২০২৪- রবিবার হওয়ায় বন্ধ থাকবে গোটা দেশের ব্যাঙ্ক।
  • ৯ এপ্রিল ২০২৪- গুড়ি পড়য়া, উগাদি উৎসব, তেলেগু নববর্ষ এবং নবরাত্রির প্রথম দিন হওয়ার কারণে ছুটি থাকবে। তবে এই ছুটি মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, বেলাপুর, ইম্ফল, জম্মু, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে থাকবে৷
  • ১০ এপ্রিল ২০২৪- ঈদের কারণে শুধুমাত্র কোচি এবং কেরালায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১১ এপ্রিল ২০২৪- ঈদের কারণে গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৩ এপ্রিল ২০২৪- এপ্রিল মাসের দ্বিতীয় শনিবারের হওয়ায় গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৪ এপ্রিল ২০২৪- রবিবার।
  • ১৫ এপ্রিল ২০২৪- হিমাচল দিবস উপলক্ষে গুয়াহাটি এবং সিমলা জোনে ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • ১৭ এপ্রিল ২০২৪- রাম নবমীর উৎসব উপলক্ষে গ্যাংটক, পাটনা, রাঁচি, মুম্বাই আহমেদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, বেলাপুর, ভোপাল, দেরাদুন, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, সিমলার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২০ এপ্রিল ২০২৪- গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • ২১ এপ্রিল ২০২৪- রবিবার
  • ২৭ এপ্রিল ২০২৪- চতুর্থ শনিবার।
  • ২৮ এপ্রিল ২০২৪- রবিবার।