রঙের উৎসব হোলি আজ সারাদেশে ধুমধাম করে পালিত হচ্ছে। হোলির আনন্দে আবির-গুলাল উড়িয়ে দিচ্ছে মানুষ। এ কারণেই আজ দেশের বাতাসে হোলির রঙের সুবাস স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। দেশের প্রতিটি কোণা আজ রঙিন। বাদ পড়েনি কেন্দ্রীয় মন্ত্রীরা।কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতি বছরের মত তার বাসভবনে হোলি উদযাপন করেছেন। তারই আমন্ত্রণে মার্কিন বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডোও হোলি উদযাপনে অংশ নিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। উৎসবের আবহে রাজনাথ সিং ও জিনা রাইমন্ডোকে হোলির গানে কোমর দোলাতেও দেখা যায়। দেখুন সেই ভিডিও-
#WATCH दिल्ली: होली उत्सव पर केंद्रीय रक्षा मंत्री राजनाथ सिंह और अमेरिकी वाणिज्य मंत्री जीना रायमोंडो ने साथ में होली का जश्न मनाया। #Holi2023 pic.twitter.com/S5vL4qKNuR
— ANI_HindiNews (@AHindinews) March 8, 2023
হোলির উৎসবে আমন্ত্রিত হয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো খুবই উচ্ছ্বসিত। তিনি জানান-এখানে আসাটা আমার জন্য অনেক গর্বের বিষয়, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার প্রথমবার হোলির উদযাপন এবং আমি এটির অংশ হতে খুব উত্তেজিত। এরকম ছুটির দিনে এখানে আসাটা আমার জন্য সম্মানের। আমি মন্ত্রীকে খুব স্বাগত জানিয়েছি, এটা চমৎকার। হ্যাপি হোলি!"
#WATCH | "It's an honour for me to be here on such a holiday. I felt so welcomed by the Minister, it's fantastic. Happy Holi!" says US Secretary of Commerce Gina Raimondo as she participates in #Holi celebrations at the residence of Defence Minister Rajnath Singh in Delhi pic.twitter.com/lf2cy9ZCD0
— ANI (@ANI) March 8, 2023
It's a great honour for me to be here, I want to thank the minister for hosting me. This is my first time and I am very excited to be part of it: US Secretary of Commerce Gina Raimondo https://t.co/yjpefZssHQ pic.twitter.com/kCAmzV2pJJ
— ANI (@ANI) March 8, 2023
প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে অন্য মহিলাদের সঙ্গে হোলির উদযাপনে মেতে উঠতেও দেখা যায় জিনা রাইমোন্ডোকে।
#WATCH | Delhi: US Secretary of Commerce Gina Raimondo participates in #Holi celebrations at the residence of Defence Minister Rajnath Singh. pic.twitter.com/Q4og4ypUfl
— ANI (@ANI) March 8, 2023