গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরের সাইদা সুখল গ্রামে দুই জঙ্গির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এনকাউন্টার চলাকালীন গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে।হীরানগরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের সময় জঙ্গিদের গুলিতে আহত হন দুই সাধারণ নাগরিক। তাঁদেরকে চিকিৎসার জন্য হীরানগর হাসপাতালে আনা হয়েছে।
#UPDATE | Jammu and Kashmir: Two civilians injured in firing by terrorists in Hiranagar, were brought to the Hiranagar hospital for treatment. https://t.co/KX5irj535c pic.twitter.com/E2mAZvTf59
— ANI (@ANI) June 11, 2024
জম্মু ও কাশ্মীরের এডিজিপি অনন্ত জৈন বলেছেন, "দুজন জঙ্গি ছিল... তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার পরে কিছু বাড়িতে জল চেয়েছিল... সেই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এসএইচও এবং এসডিও-র দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গুলি বিনিময়ের সময় এক জঙ্গি নিহত হয়েছে দ্বিতীয় জনকে ধরতে তল্লাশি অভিযান চলছে।
গুজব রটে যায় এনকাউন্টারের সময় অনেক লোক আহত হয়েছেন এবং তিনজন মারা গেছে। কিন্তু শুধুমাত্র একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে, এর বাইরে অপহৃত হওয়া এবং মৃত্যুর বিষয়ে সমস্ত তথ্য গুজব...এছাড়া জম্মু ও কাশ্মীরের চ্যাটারগলা অঞ্চলেও ভারতীয় সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলি বিনিময় চলছে..."
#WATCH | Jammu and Kashmir: ADGP Anant Jain says, "There were two terrorists... After they entered asked for water from some houses... As soon as the information was received, the teams of SHO and SDO reached the spot. One of the terrorists was killed in the exchange of fire. The… https://t.co/t0mMfqVZYi pic.twitter.com/hX3DfRz8xh
— ANI (@ANI) June 11, 2024