ডোনাল্ড ট্রাম্পের জেতার প্রার্থনায় যজ্ঞ করল দিল্লির হিন্দু সেনা (Photo Credits: Twitter @sidhant)

নতুন দিল্লি, ৩ নভেম্বর: মঙ্গলবার শুরু হল আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (US  Presidential Election 2020) প্রক্রিয়া। এই উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের প্রার্থনা করে দিল্লিতে বিশেষ পুজোর আয়োজন করে হিন্দু সেনারা (Hindu Sena)। করা হয় যজ্ঞও (Havan)। আশীর্বাদ চেয়ে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-তে ডোনাল্ডট্র্যাম্পের জয়ের কামনা করেন তারা।

শুধুমাত্র বিশেষ পুজোই নয়, বিশেষ মন্ত্র পড়ে করা হয় পুজো, হোম-যজ্ঞ। প্রায় ৩০ মিনিট ধরে চলে পুজোর আচার,অনুষ্ঠান। হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকারে জানান,"আমরা গত প্রেসিডেন্ট নির্বাচনেও পুজো, অর্চনার আয়োজন করেছিলাম, এবারও করেছি। তাঁর জয় শুধুমাত্র বিশ্বের জন্য জয় নয়, ভারতের জন্য চিন, পাকিস্তানের বিরুদ্ধে লড়তে এই জয় খুব গুরুত্বপূর্ণ"। একথাই সংবাদমাধ্যমকে জানান হিন্দু সেনা প্রধান। আরও পড়ুন, কবে থেকে চলবে লোকাল ট্রেন? কী নিয়ম লাগু হবে? রাজ্য-রেল বৈঠকে কী সিদ্ধান্ত জানুন বিস্তারিত

বছর কয়েক আগে এই হিন্দু সেনারাই কেক কেটে ট্রাম্পের জন্মদিন উদযাপন করেছিলেন। তবে রিয়েলক্লিয়ার পলিটিক্সের পোলিং বলছে ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে জো বিডন। অর্থাৎ পরিবর্তনের পাল্লা বেশি ভারী। রিয়েলক্লিয়ার পলিটিক্সের পোলিং অনুযায়ী ৬.৭% নিয়ে ট্রাম্পের থেকে এগিয়ে জো। ভবিষ্যতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।