পরিবারতন্ত্র নিয়ে এবার কংগ্রেসকে আক্রমন করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। গতকাল ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। সেখানে প্রধানমন্ত্রী পরিবারতন্ত্র, দুর্নীতিকে ভারত ছাড়ার কথা বলেছিলেন। সেই বিষয় নিয়ে বিতর্ক হয় অনেক। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন হেমন্ত বিশ্ব শর্মা।
তিনি জানান, "বিগত ৬০ বছর ধরে যখন কংগ্রেস সরকারে ছিল, তাঁরা মহাত্মা গান্ধীর স্বাধীনতার সময় যে সমস্ত নীতি শুরু করেছিলেন সেই সমস্ত নীতিকে অবহেলা করেছে কংগ্রেস মহাত্মা গান্ধী পরিবারতন্ত্রকে উৎসাহিত করেননি, কিন্তু তারার পরিবারতন্ত্রকে উৎসাহিত করেছে। মহাত্মা গান্ধী বৈষম্যের বিরুদ্ধে ছিলেন। কিন্তু কংগ্রেস আমাদের সমাজকে অসাম্য করে তুলেছে যাতে তাঁরা একটি বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারে। মহাত্মা গান্ধী স্বদেশীর জন্য বেরিয়েছিলেন কিন্তু কংগ্রেস আমাদের অর্থনৈতিক শক্তিকে বাইরের শক্তির কাছে বিক্রি করে দিয়েছে"।
পরিবারতন্ত্র ইস্যুতে সংসদের ভেতরে এবং বাইরে সমানবাবে বিরোধীতা করেছে বিজেপি। এমনকি এক বিজেপি সাংসদ সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার কারণ প্রথমত ছেলে অর্থাৎ রাহুল গান্ধীকে প্রতিষ্ঠিত করা এবং দ্বিতীয় জামাই অর্থাৎ রর্বাট বঢরাকে উপহার দেওয়া।যদিও কংগ্রেসের পক্ষ থেকে ভারত ছাড়ো আন্দোলনে বিজেপির কোন যোগদানই নেই বলে জানিয়েছেন সাংসদ কে সি বেনুগোপাল।
“During the 60 years when Congress was in power, they negated all the principles Mahatma Gandhi had advocated during the freedom movement. Mahatma Gandhi disowned dynasty but they (Congress) promoted dynasty. Mahatma Gandhi was against inequality but they (Congress) made our… pic.twitter.com/uu8Yrqu48v
— ANI (@ANI) August 9, 2023