Himani Narwal's Murder Case (Photo Credit- X@@TimesAlgebraIND)

১ মার্চ (শুক্রবার) রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের পাশে নীলরঙের একটি ট্রলিব্যাগ থেকে উদ্ধার হয় হরিয়ানায় কংগ্রেস নেত্রী হিমানী নরওয়াল এর দেহ।বিজ্ঞানে স্নাতক এমবিএ করা এই কংগ্রেস নেত্রীর খুনের ঘটনায় হরিয়ানায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ঘটনার পরেই হরিয়ানা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল(সিট) গঠিত হয়েছে। পুলিশ সূত্রে খবর  এই হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।তবে যে নীল রঙের ট্রলি ব্যাগের ভিতরে হিমানির দেহ পাওয়া গেছে পরিবারের দাবি ওই ট্রলিব্যাগটি তাঁদেরই। বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল ব্যাগটি।

সাম্পলার ডেপুটি পুলিশ সুপার রজনীশ কুমার জানিয়েছেন ‘‘তদন্তে সিট গঠন করা হয়েছে। সাহায্য নেওয়া হচ্ছে সাইবার সেল এবং ফরেন্সিক বিভাগেরও। তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।পরিবারের তরফে নির্দিষ্ট ভাবে কাউকে সন্দেহ করা হচ্ছে না। মৃতার মা ও ভাই দিল্লিতে থাকেন। উনি (হিমানী) একাই থাকতেন। আইন নিয়ে পড়াশোনা করছিলেন। খুব শীঘ্রই এই মৃত্যু রহস্যের কিনারা হয়ে যাবে।"