আগামী ২৭ জুলাই পর্যন্ত বৃষ্টির দুর্যোগ চলবে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। হিমাচলের চাম্বা ও কাংড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিরমৌর, মান্ডি ও উনা জেলায়ও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এই সময়ে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।
বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হিমাচল প্রদেশে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা। হিমাচল প্রদেশজুড়ে ২০০-র বেশি রাস্তা বন্ধ হয়ে রয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক, মান্ডির একাধিক মহকুমায় রাস্তা, বিদ্যুৎ এবং জল পরিষেবা প্রভাবিত হয়েছে।
Relief as monsoon rains subside in Himachal; restoration on war footing, 135 dead, 34 missing
READ: https://t.co/tK5BKv8Rv4 pic.twitter.com/91l03KedfV
— All India Radio News (@airnewsalerts) July 23, 2025
রাজ্য জরুরি অপারেশন সেন্টার (State Emergency Operations Centre) এর তথ্য অনুযায়ী, চলতি বর্ষার মরশুমে ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং মেঘ ভাঙা বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত ১৩৫ জন প্রাণ হারিয়েছেন, এবং ৩৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে ২টি জাতীয় মহাসড়ক সহ ৩৮৩টি রাস্তা বর্তমানে যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে।
এছাড়াও, ২৬৩টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ২২০টি পানীয় জল প্রকল্প অকার্যকর অবস্থায় পড়ে আছে। তবে, ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ এবং জল সরবরাহের সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ১,২৪৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে, আবহাওয়া বিভাগ আজ থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।