দিল্লি, ১৭ অগাস্ট: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিপর্যয় থামছে না। এক নাগাড়ে বৃষ্টি এবং ধসের জেরে হিমাচল প্রদেশের বহু এলাকার বাড়ি যেন তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে। গত ৩ দিনে হিমাচল প্রদেশে ৭১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ১৩ জন। তবে এখানেই শেষ নয়। হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে হিমাচলে বিপর্যয় আরও কতদিন ধরে চলবে, তা নিয়ে আশঙ্কায় সে রাজ্যের মানুষ। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে কীভাবে বাড়ি ভেঙে পড়ছে তাসের ঘরের মত দেখুন...
See the situation of himachal pic.twitter.com/JWUHyoJLtq
— Siddharth Bakaria (@SidBakaria) August 16, 2023
চলতি বৃষ্টির মরশুমে হিমাচল প্রদেশ জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করতে যে কত সময় লাগবে, সে বিষয়ে কার্যত চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর কপালে।