Himachal Flood. (Photo Credits:X)

Himachal Pradesh Flood Video: হিমাচল প্রদেশে চলছে প্রকৃতির ধ্বংসযজ্ঞ। গত ২৪ ঘণ্টায় হিমাচলের বিভিন্ন অংশে ক্রমাগত প্রবল বৃষ্টি হয়েই চলেছে। অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে মোটি ২৩টি হড়পা বান, ১৬টি ভূমিধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি ১৯টি মেঘভাঙা বৃষ্টিও হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৭৫ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছ। সবচেয়ে বেশি ক্ষতির খবর আসছে কুলু ও মান্ডি থেকে। ভূমিধসের জেরে (Himachal Pradesh Landslides) রাজ্যের ৩৮৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বেশি কিছু জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

মান্ডি, শিমলা, কুল্লু এবং সিরমৌর জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শতাধিক বাড়িঘর, সেতু, রাস্তা এবং বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মান্ডি জেলার থুনাগ ও বাগসায়েদ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে হিমাচল সমবায় ব্যাঙ্ক জলের তলায় চলে গিয়েছে।

হিমাচলে বিপর্যয়ের ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও

 

গোটা এলাকা প্রকৃতির ধ্বংসলীলার পর ধ্বংসস্তূপে ভরে গেছে। মান্ডি জেলার করসোগে একদিনে পরপর চারবার মেঘভাঙা বৃষ্টির কারণে বড় আকারের ভূমিধস হয়েছে। এতে বড় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মান্ডিতে ২৫৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি।

Himachal Flood

দেখুন হিমাচলে বন্যার ভয়াবহ ভিডিও

দেখুন হিমাচলে  দুর্যোগের মাঝে ভয়াবহ ভিডিও

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভারতীয় সেনাবাহিনী এবং রাজ্য প্রশাসন উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসের পর কুলুতে প্রায় ২০০০ পর্যটক আটকে পড়েছেন, এবং পর্যটকদের হিমাচলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত হিমাচলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।