দিল্লি, ২ জুলাই: ভেসে যাচ্ছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh Cloudburst)। এক নাগাড়ে বৃষ্টিতে (Rain) ভয়াবহ পরিস্থিতি দেশের এই পাহাড়ি অঞ্চলে। এক নাগাড়ে বৃষ্টি যেমন হচ্ছে, তেমনি মেঘভাঙা বৃষ্টি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে হিমাচল প্রদেশের বিভিন্ন গ্রামে। ফলে মান্ডি থেকে কিন্নউর, একাধিক এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক ঘণ্টায় একের পর এক করে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে। ফলে পাহাড়ের গা বেয়ে যেমন জলের ধারা স্রোত নিয়ে প্রবাহিত হয়ে নীচের দিকে নামছে, তেমনি সবকিছু তাতে ভেসে যাচ্ছে। বাড়ি, ঘর থেকে গাড়ি, মেঘভাঙা বৃষ্টি থেকে যখন হঠাৎ বন্যা শুরু হচ্ছে, সেই সময় প্রকৃতি যেন আরও ভয়াল রূপ নিতে শুরু করেছে।
এক নাগাড়ে বৃষ্টিতে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ৩৪ জন নিখোঁজ বলে শেষ খবর পাওয়া পর্যন্ত খবর মিলেছে। আহত ১০৩। ফলে মেঘভাঙা বৃষ্টি এবং হঠাৎ বন্যার জেরে (Flash Flood)আতঙ্ক যখন বাড়ছে, সেই সময় প্রত্যেকে যাতে নিরাপদে থাকেন, সতর্ক থাকেন, সে বিষয়ে বার বার আবেদন জানানো হচ্ছে রাজ্যে প্রশাসনের তরফে।
আরও পড়ুন: Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের গ্রাম, হতাহত অনেকে, জারি রয়েছে উদ্ধারকাজ
দেখুন পাহাড়ের গা বেয়ে কীভাবে নামছে হঠাৎ বন্যার জল। পাহাড়ে গা বেয়ে যেভাবে বন্যার জল নামতে শুরু করেছে, তার ভয়াবহতা দেখলে যে কেউ চমকে উঠবেন...
Himachal Pradesh: A cloudburst occurred on the hillside opposite Rakchham village in Kinnaur district
(Video Source: District Disaster Management Authority, Kinnaur) pic.twitter.com/qTodGHA8Y8
— IANS (@ians_india) July 1, 2025
মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় হু হু করে জল বইতে শুরু করেছে। আতঙ্ক ছড়াতে শুরু করেছে বৃষ্টির ভয়াবহ রূপ দেখে। ৫১ জনের প্রাণ গেলেও, এখনই বৃষ্টি থামছে না। সিমলার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে এভাবেই অতি ভারি বৃষ্টি চলবে। ফলে বিপাশা থেকে অন্যান্য পাহাড়ি নদী যে আরও ভয়াবহ রূপ নিতে চলেছে, তা কার্যত স্পষ্ট।
দেখুন বন্যার জল কীভাবে গোটা এলাকা ভাসিয়ে নিয়ে যেতে শুরু করেছে...
#HimachalPradesh has been experiencing heavy monsoon rainfall over the past 24 hours.
Rain-related incidents have claimed 51 lives, injured 103, and left 21 people missing so far in this rainy season. The Meteorological Department forecasts heavy rainfall until July 7.… pic.twitter.com/t4EMlIhXZN
— All India Radio News (@airnewsalerts) July 1, 2025
দেখুন নদী কতটা ভয়াবহ রূপ নিতে শুরু করেছে...
Normal life affected due to the active phase of the southwest monsoon.
Incidents of cloudbursts, landslides, waterlogging and heavy rainfall have disrupted daily life across several districts of Himachal Pradesh.
Meteorological Centre in Shimla issues a heavy rainfall alert… pic.twitter.com/9oyOoyp4Lx
— All India Radio News (@airnewsalerts) July 1, 2025