Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে মৃত্যু ৭ জনের, ফুঁসছে বিপাশা নদী, ভাঙছে বাড়িঘর
Himachal Pradesh (Photo Credit: PTI/Twitter)

দিল্লি, ১৪ অগাস্ট: মেঘভাঙা বৃষ্টিতে ফের বিপর্যয় হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টির জেরে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মেঘভাঙা বৃষ্টির জেরে সোলানে পরপর ৭ জনের মৃত্যুর পাশাপাশি একের পর এক বাড়ি ভেঙে পড়ে বলে জানা যায়। রবিবার মাঝ রাতে হিমাচল প্রদেশের সোলানে যখন মেঘভাঙা ভয়াবহ বৃষ্টি শুরু হয়, সেখান থেকে উদ্ধার করা হয় ৬ জনকে। বাড়িঘর ভেঙে পড়ার পাশাপাশি সেতু ভেসে যায় ভয়াবহ বৃষ্টির জেরে।  সেই সঙ্গে হিমাচল প্রদেশের সেনা স্কুলও ভেঙে পড়ে জলের তোড়ে। একটানা বৃষ্টির জেরে বিপাশা নদীর জল ফের বাড়তে শুরু করেছে।  ফল বিপাশা নদী নতুন করে হিমাচল চোখ রাঙাতে শুরু করেছে বলে খবর।

 

আগামী ১৯ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে।  ফলে আগামী ১৯ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশে কড়া সতর্কতা জারি হয়েছে মৌসম ভবনের তরফে।