পথ দুর্ঘটনার সংখ্যা দেশে উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। বাড়ছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতীন গডকরিও।
গত বছর দেশের কোন শহরে পথ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে পরিসংখ্যান সামনে এল। তাতে দেখা যাচ্ছে দেশের রাজধানী শহর দিল্লিতেই পথ দুর্ঘটনা সবচেয়ে বেশী হয়েছে। গত বছর রাজধানী শহরেই দেশের মধ্যে সবচেয়ে বেশী পথ দুর্ঘটনা হয়।
দেখুন পরিসংখ্যান
🚨 Highest road accidents in 2022.
Delhi - 5,652
Indore - 4,680
Jabalpur - 4,046
Bengaluru - 3,822
Chennai - 3,452
Bhopal - 3,313
Mallapuram - 2,991
Jaipur - 2,687
Hyderabad - 2,516
Kochi - 2,432
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 3, 2023
দিল্লিতে মোট ৫ হাজার ৬৫৩টি পথ দুর্ঘটনা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মধ্যপ্রদেশের ইন্দোর (৪৬৮০টি) ও জবলপুর (৪,০৪৬টি)। বেঙ্গালুরু (৩৮২২) এই তালিকায় আতঙ্কের চতুর্থ স্থানে আছে। বাঙালীর কাছে আশ্বস্ত হওয়ার খবর, কলকাতা এই তালিকায় প্রথম দশে নেই।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। তার আগে গত বছর সেপ্টেম্বরে মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়কের পালঘরে পথ দুর্ঘঙটনায় মারা যান টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।