নতুন দিল্লি, ১৩ নভেম্বর: এই বছর ঘূর্ণিঝড় / বন্যা / ভূমিধসে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ (West Bengal) সহ ছয় রাজ্যের জন্য অতিরিক্ত আর্থিক সাহায্যে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের (Amit Shah) সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের অধীনে অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা দেওয়াতে অনুমোদন দিয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল (NDRF) থেকে ছয়টি রাজ্যকে মোট ৪,৩৩১.৮৮ কোটি টাকা দেওয়া হবে। তার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের জন্য ২,৭০৭.৭৭ কোটি এবং ওড়িশার জন্য ১২৮.২৩ কোটি টাকা অনুমোদিত হয়েছে। ঘূর্ণিঝড় নিসর্গের জন্য মহারাষ্ট্র পাবে ২৬৮.৫৯ কোটি টাকা। বর্ষার সময় বন্যা ও ভূমিধসের জন্য কর্নাটক পাবে ৫৭৭.৮৪ কোটি টাকা। মধ্যপ্রদেশের জন্য বরাদ্দ ৬১১.৬১ কোটি এবং সিকিমের জন্য বরাদ্দ ৮৭.৮৪ কোটি টাকা।
কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, চলতি বছরের ২২ মে ঘূর্ণিঝড় আম্ফান (Cyclone Amphan) বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশায় গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিদর্শনের পর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য় ১০০০ কোটি ও ওড়িশার জন্য ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর জন্য সেই টাকা ছেড়ে দেওয়া হয় পরের দিনই।আরও পড়ুন: Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৪,৮৭৮, মৃত্যু ৫৪৭ জনের
এ ছাড়া প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন। যা রাজ্যগুলির দেওয়া সাহায্যের থেকে বেশি। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে আজ অবধি কেন্দ্রীয় সরকার এসডিআরএফ থেকে ২৮টি রাজ্যকে ১৫,৫৪৪.৪৩ কোটি টাকা দিয়েছে।