Karnataka High Court: সন্তানের হেফাজত স্বামীকে না দেওয়া পর্যন্ত মহিলার মাইনে আটকে রাখার নির্দেশ কর্নাটক হাইকোর্টের

বেঙ্গালুরু: যতদিন পর্যন্ত না স্ত্রী সন্তানকে স্বামীর হাতে তুলে দিচ্ছেন ততদিন পর্যন্ত তিনি যেখানে কাজ করেন সেই সংস্থাকে মহিলার মাইনে ও তাঁকে দেওয়া সুবিধাগুলি বন্ধ রাখার নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট। এই বিষয়ে আদালতের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ যেন ওই মহিলা যে সংস্থায় কাজ করেন সেখানকার সঙ্গে যোগাযোগ করে।

সেই সঙ্গে এই বিষয়টিও নিশ্চিত করে দেখতে হবে যে ওই মহিলা বিচার বিভাগের নির্দেশ মেনে নিজের মেয়েকে স্বামীর হাতে তুলে না দেওয়া পর্যন্ত তাঁর মাইনে ও সুবিধাগুলি যেন বন্ধ থাকে।

কর্নাটক হাইকোর্টের বিচারপতি অলোক আরাধে ও বিচারপতি অনন্ত রামনাথ হেগড়ের বেঞ্চ পুরো মামলাটি শুনে এই নির্দেশ দেন। এর আগে আদালতের তরফে বারবার ওই নাবালিকার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিক নির্দেশ দেন বিচারপতিরা। পাশাপাশি নির্দেশ না মানার জন্য ওই মহিলার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া কথা বলেন। আরও পড়ুন: Narco-Terror Module In JK: ভূস্বর্গে মাদক-সন্ত্রাস চক্রের পর্দাফাঁস, ধৃত ৩