বৃষ্টি ও ভূমিধসের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (ছবিঃX)

নয়াদিল্লিঃ বৃষ্টি (Heavy Rain) ভূমিধসের (Landslides) জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ একটানা বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হিমাচলের (Himahal Pradesh)একাধিক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুল্লু(Kullu), মান্ডি (Mandi) কিন্নর জেলার বিভিন্ন এলাকা বৃষ্টির জেরে বন্ধ চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক মান্ডি থেকে কুল্লুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন আর এর জেরে পাহাড়ে আটকে বহু পর্যটক

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ২৫৭

হিমাচল প্রশাসন সূত্রে খবর, বৃষ্টি ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ৩৭৪টি রাস্তা পাশাপাশি অকেজো হয়ে পড়েছে ১৪৫টি জল সরবরাহের পাইপলাইন ৫২৪টি ট্রান্সফরমার যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য গত ২০ জুন থেকে এ পর্যন্ত বৃষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ এর মধ্যে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে ১৩৩ জনের বাকি ১২৪ জন পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের কেন্দ্র মান্ডি সেখানকার প্রায় ২০৩ টি রাস্তা বন্ধ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে আবহাওয়া আরও খারাপ হবে বলে খবর প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে

বৃষ্টি ও ভূমিধসের বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ২৫৭