Ahmedabad Rains: বৃষ্টিতে বেহাল গুজরাটের রাজধানী আমেদাবাদ (Ahmedabad)। বৃষ্টির জলে ভেসে গিয়েছে আমেদাবাদের একাংশ। গুজরাটের রাজধানী শহরের বেশ কয়েকটি জায়গায় জমে গিয়েছে জল। বৃষ্টি কমলেও জল নামার লক্ষ্মণ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরে বেশ কিছু বাড়িতে ঢুকে গিয়েছে জল। রাস্তায় দাঁড়ানো গাড়িগুলি অর্ধেকটা জলের তলায়। কোমর সমান জল পেরিয়ে মানুষ কাজে যাচ্ছেন। সাংবাদিকদের ক্যামেরা দেখে স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিলেন। অনেকের দাবি, বৃষ্টি ততটা হয়নি, যতটা ভোগান্তি তাদের সহ্য করতে হচ্ছে। গতকালই বৃষ্টির মাঝে গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়েছিল। প্রশ্নের মুখে পড়েছিল গুজরাটের পরিকাঠামো।
আমেদাবাদ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা এখন জলের তলায়। আমেদাবাদ মানেই ঝাঁ চকচকে রাস্তা, বড় বড় বিল্ডিং, উন্নত পরিকাঠামো- আমেদাবাদের এই ছবি দেখেই মোদীর উন্নয়ন মডেল নিয়ে গোটা দেশে প্রচার চালায় বিজেপি। কিন্তু বর্ষার মুখে আমেদাবাদের জল যন্ত্রণার ভিডিয়ো অস্বস্তিতে ফেলছে বিজেপি সমর্থক ও সেখানকার প্রশাসনিক কর্তাদের।
দেখুন ভিডিয়ো
#WATCH | Gujarat | Heavy rain in Ahmedabad city leads to water logging at several places. Visuals from Alkapuri society. pic.twitter.com/15qHhYHwsK
— ANI (@ANI) June 30, 2024
গতকাল, শনিবার প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে গুজরাটের রাজকোট বিমানবন্দর টার্মিনালের বাইরের ছাউনি (Rajkot Airport Terminal Collapsed)। শনিবার সকালে মুষলধারে বৃষ্টিতে টার্মিনালের বাইরে যাত্রী পিকআপ ও ড্রপ এলাকার ছাউনি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
শুক্রবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ গুজরাটের উপর একটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে। যার ফলে রাজ্যের কিছু অংশে ব্যাপক বৃষ্টি হবে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।