নয়াদিল্লি স্টেশন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মহাকুম্ভ (Mahakumbh 2025) চলাকালীন নয়া দিল্লি স্টেশনে(New Delhi Station) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনার এক মাস কেটেছে মাত্র। এরই মাঝে ফের নয়াদিল্লি স্টেশনে তৈরি হল ভয়ঙ্কর পরিস্থিতি। একসঙ্গে বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলায় প্ল্যাটফর্মে তৈরি হল কার্যত সেই একই অবস্থা। শুরু হল ধাক্কাধাক্কি।

 পদিপিষ্টের মতো পরিস্থিতি থেকে বাঁচল নয়াদিল্লি স্টেশন

জানা গিয়েছে, রবিবার রাতে দেরি করছিল শিব গঙ্গা এক্সপ্রেস, স্বাধীন সেনানি এক্সপ্রেস, জম্মু রাজধানী এক্সপ্রেস, লখনউ মেল এবং মগধ এক্সপ্রেস। এই কারণে নয়াদিল্লি স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে। যাত্রীদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত, মহাকুম্ভ চলাকালীন গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। আহত হন ১৫ জন।

একাধিক ট্রেন, নয়াদিল্লি স্টেশনে ফের পদপিষ্টের মতো পরিস্থিতি