নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের(Jammu Kashmir) বারামুল্লা(Baramulla) জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এর কাছে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। রবিবার ভারতীয় সেনাবাহিনী(Indian Army) আনুষ্ঠানিকভাবে সংঘর্ষের কথা ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়া এক্সে ভারতীয় সেনা জানায়, "বারামুল্লা এলাকায় একটি যৌথ পাল্টা অনুপ্রবেশ অভিযান শুরু হয়েছিল৷ একটি সম্ভাব্য অনুপ্রবেশের প্রচেষ্টা সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ বারামুল্লাতে একটি যৌথ অভিযান শুরু করে৷ এই অভিযানে দুই সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। তাদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।" এই অভিযানে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। বিভিন্ন ধরনের বন্দুক, গ্রেনেড ইত্যাদি সহ ধরা পড়ে সন্ত্রাসবাদীরা। এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ পুঞ্চ জেলা থেকে দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত পুলিশ আনন্দ জৈন শনিবার এই ঘোষণা করেছেন। আনন্দ জৈন বলেন, " দু'জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির ফলে বেশ কয়েকটি সম্ভাব্য গ্রেনেড হামলা প্রতিরোধ করা গিয়েছে। বিশাল সাফল্য অর্জন করেছি আমরা। তারা গুরুদ্বার, মন্দির, হাসপাতাল, সেনা ঘাঁটি ইত্যাদিতে গ্রেনেড নিক্ষেপের সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি সন্ত্রাসবাদীরা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল।নিরাপত্তা বাহিনী শুক্রবার পুঞ্চ জেলার চুরানকোট সেক্টরের দুন্দাক এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। এই সন্ত্রাসবাদীদের কাছ থেকে চারটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বারামুল্লায় এনকাউন্টারে খতম ২ সন্ত্রাসবাদী, উদ্ধার ভুরিভুরি অস্ত্র
Heavily armed terrorist killed, war-like stores recovered in J-K's Baramulla
Read @ANI Story | https://t.co/W82Qxm3Grh#Baramulla #terrorist pic.twitter.com/4oAg7CGgxI
— ANI Digital (@ani_digital) October 21, 2024