
নয়াদিল্লিঃ নিরাপত্তারক্ষী (Guard) এবং ক্যাব চালকদের (Cab Drivers) মধ্যে হাতাহাতি। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিল মুম্বই বিমানবন্দর (Mumbai Airport)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) ভিডিয়ো।পুলিশের হস্তক্ষেপে পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই কয়েকজন ক্যাব চালকের সঙ্গে বচসায় জড়ান কর্মরত নিরাপত্তারক্ষীরা। গাড়ি পার্ক করা নিয়ে বচসার সূত্রপাত বলে বিমানবন্দর সূত্রে খবর। কথাকাটাকাটি থেকে ধীরে ধীরে গোটা ব্যাপারটি হাতাহাতিতে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। দু'দলের বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দরের পার্কিং চত্বর। খবর পেয়ে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বচসার সময়ের একটি ভিডিয়ো। যাকে ঘিরে নেটপাড়ায় বিতর্কের ঝড়।
ক্যাব চালকদের সঙ্গে মারপিট নিরাপত্তারক্ষীদের হাতাহাতি, উত্তপ্ত বিমানবন্দর, ভাইরাল ভিডিয়ো
Mumbai Airport Brawl: Heated Fight Breaks Out Between Security Personnel and Cab Drivers Over Parking Dispute; Video Goes Viral #Mumbai #MumbaiAirport #ViralVideo @singhvarun
— LatestLY (@latestly) June 4, 2025
Read: https://t.co/7pO0Vx4kdc
— LatestLY (@latestly) June 4, 2025